জমি খুঁড়তে গিয়ে হতদরিদ্র শ্রমিক পেলেন হীরের খোঁজ!

একেই বলে রাতারাতি লাখপতি! অবশেষে মধ্যপ্রদেশের পান্নার বাসিন্দা প্রকাশ শর্মার 'ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন' সফল হল। প্রায় ৫০ লক্ষ টাকা দামের একটি হীরে কুড়িয়ে পেলেন অতি দরিদ্র এই শ্রমিক। 

মধ্যপ্রদেশের পান্না জেলার হীরের খনি নামমাত্র দামে লিজ নিয়ে অনেকেই নিজের ভাগ্য পরীক্ষা করেন। এই সব খনি থেকে হীরে কুড়িয়ে বড়লোক হয়ে গিয়েছেন অনেকেই। সেই তালিকাতেই এবার নাম লেখালেন গরীব শ্রমিক প্রকাশ শর্মা। ১২.৫৮ ক্যারাটের যে হীরেটি তিনি পেয়েছেন, নিলামে তার দাম ২৫ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত উঠবে বলে জানিয়েছেন ডায়মন্ড অফিসার সন্তোষ সিং। এর একটা বড় অংশই পাওনা হবে প্রকাশ শর্মার। 

মূল্যবান এই রত্ন সরকারি নিয়ম মেনে পান্নার হীরে অধিকারীর অফিসে জমা দিয়েছেন প্রকাশ শর্মা। বৃদ্ধ বয়সে এই টাকা তাঁর কাজে লাগবে বলে জানিয়েছেন তিনি।