কর্মক্ষেত্রে অত্যধিক চাপ!‌ আত্মঘাতী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী

ব্যাঙ্কের ভিতর থেকেই উদ্ধার হল সার্ভিস ম্যানেজারের ঝুলন্ত দেহ৷ টিটাগড়ের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ঘটনা৷ জানা গেছে অতিরিক্ত কাজের চাপেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যাঙ্ক কর্মী৷ তার জেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিসের৷

রানিগঞ্জে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে কাজ করতেন রত্নদীপ নায়েক৷ মাস তিনেক আগে সেখান থেকে ওই ব্যাঙ্কের টিটাগড় শাখায় সার্ভিস ম্যানেজার পদে বদলি হয়ে আসেন তিনি৷ শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেননি রত্নদীপ৷ চিন্তিত হয়ে পড়েন তাঁর স্ত্রী৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় পরিবারের তরফ থেকে৷ কিন্তু তিনি ফোন তোলেননি। তাই বাধ্য হয়ে ওই শাখার ম্যানেজারকে ফোন করেন রত্নদীপের স্ত্রী৷ কিন্তু ম্যানেজার ফোন ধরেননি বলে অভিযোগ রত্নদীপের স্ত্রীর। এরপর বাধ্য হয়ে ওই ব্যাঙ্কের শাখা অফিসের সামনে উপস্থিত হন রত্নদীপের স্ত্রী৷ ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর সাহায্যে দরজা খুলে ভিতরে ঢোকেন তিনি৷ এরপর ব্যাঙ্ক কর্মীর স্ত্রী দেখেন, ভিতরেই ঝুলছে রত্নদীপের দেহ৷ তাঁর স্ত্রী খবর দেন টিটাগড় থানায়৷ পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷

মৃতের স্ত্রীর অভিযোগ, অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হত রত্নদীপের উপর। যার ফলে কোনওদিনই রাত দশটার আগে অফিস থেকে ফিরতে পারতেন না রত্নদীপ৷ ব্যাঙ্ক ম্যানেজার নানাভাবে রত্নদীপকে মানসিক নির্যাতন করত বলেও অভিযোগ তাঁর স্ত্রীর৷ যার ফলে মানসিক অবসাদে ভুগছিলেন রত্নদীপ৷ যার ফলেই এই আত্মহত্যা বলে মনে করছে পুলিস। তবে মৃতের স্ত্রী ওই শাখার ব্যাঙ্ক ম্যানেজারের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।