সেঞ্চুরির হ্যাটট্রিকের সামনে শাহেনশাহ বিরাট


মোহালি: অনন্য নজিরের সামনে বিরাট কোহলি৷ ওয়ান ডে ক্রিকেটে তিনি এখন অবিসংবাদিত সম্রাট৷ এই ফর্ম্যাটে শতরানের সম্রাট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ৪৯ শতরান থেকে আর মাত্র ৮ কদম দূরে রয়েছেন কিং কোহলি৷ মোহালিতে এদিন আবার কোহলি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ইতিমধ্যে শেষ দুই ম্যাচে দুটি শতরান হাঁকিয়েছেন৷ নাগপুরে ১১৬ রানের পর রাঁচিতে ১২৩ রানের লড়াকু ইনিংস৷ লাহোরে এদিন আরও একটি শতরান হাঁকালে শতরানের হ্যাটট্রিক পূর্ণ করবেন বিরাট৷ অতীতে এই কীর্তি হাঁকানোর নজির রয়েছে ভিকে'র৷

২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিন ওয়ান ডে'তে তিনটি শতরান হাঁকিয়েছেন কোহলি৷ গুয়াহাটি, বিশাখাপত্তনম ও পুনের মাঠে যথাক্রমে ১৪০, ১৫৭*, ১০৭ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক৷ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিরাটই প্রথম যিনি ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক হাঁকিয়েছেন৷ এবার  দ্বিতীয়বারের জন্য নিজের সেই কীর্তি ছোঁয়াই কোহলির সামনের চ্যালেঞ্জ৷ ধোনির ডেরায় শতরান হাঁকানোর পর এদিন ফের শতরান হাঁকিয়ে স্কোরবোর্ডে 'বিরাট' রান তুলতে পারেন কিনা কোহলি সেটাই এখন দেখার৷

সেই সঙ্গে মোহালিতে শতরান হাঁকালে ওয়ান ডে ক্রিকেটে দুই বর্ষে দু'বার শতরানের হ্যাটট্রিক করার অনন্য নজির লিখবেন কিং কোহলি৷ ওয়ান ডে ক্রিকেটে কোনও ব্যাটসম্যানের এই কীর্তি নেই৷