একনজরে লোকসভা নির্বাচনের দিনক্ষণ


নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন৷ রবিবার কমিশনার সুনীল অরোরা সপ্তদশ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেন৷ এবার ভোট হবে সাত দফায়৷ ভোট শুরু হবে ১১ এপ্রিল৷ শেষ হবে ১৯মে৷ ভোট গণনা ২৩মে৷ ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি৷ একনজরে চোখ বুলিয়ে নিন নির্বাচনের দিনক্ষণে৷

প্রথম দফা:
গেজেট নোটিফিকেশন: ১৮ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ মার্চ
মনোনয়ন প্রত্যাহার: ২৮ মার্চ
ভোটগ্রহণ: ১১ এপ্রিল

দ্বিতীয় দফা:
গেজেট নোটিফিকেশন: ১৯ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ মার্চ
মনোনয়ন প্রত্যাহার: ২৯ মার্চ
ভোটগ্রহণ: ১৮ এপ্রিল


তৃতীয় দফা:
গেজেট নোটিফিকেশন: ২৮ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ৪ এপ্রিল
মনোনয়ন প্রত্যাহার: ৮ এপ্রিল
ভোটগ্রহণ: ২৩ এপ্রিল

চতুর্থ দফা:
গেজেট নোটিফিকেশন: ২ এপ্রিল
ভোটগ্রহণ: ২৯ এপ্রিল

পঞ্চম দফা:
গেজেট নোটিফিকেশন: ১০ এপ্রিল
ভোট গ্রহণ: ৬ মে

ষষ্ঠ দফা:
গেজেট নোটিফিকেশন: ১৬ এপ্রিল
ভোট গ্রহণ: ১২ মে

সপ্তম দফা:
ভোটগ্রহণ ১৯ মে৷

একনজরে কবে কটা কেন্দ্রে ভোট 

প্রথম দফা (১১ এপ্রিল) ২০টি রাজ্যের ৯১টি কেন্দ্রে ভোট৷

দ্বিতীয় দফা (১৮ এপ্রিল) ১৩টি রাজ্যের ৯৭টি কেন্দ্রে ভোট৷

তৃতীয় দফা (২৩ এপ্রিল) ১৪টি রাজ্যের ১১৫টি কেন্দ্রে ভোট৷

চতুর্থ দফা (২৯ এপ্রিল) ৯টি রাজ্যের ৭১টি কেন্দ্রে ভোট৷

পঞ্চম দফা (৬ মে) ৯টি রাজ্যের ৫১টি কেন্দ্রে ভোট৷

ষষ্ঠ দফা (১২ মে) ৭টি রাজ্যের ৫৯টি কেন্দ্রে ভোট৷

সপ্তম দফা (১৯ মে) ৮টি রাজ্যের ৫৯ কেন্দ্রে ভোট৷