নদীর তীরে ৩ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা


অযোধ্যাঃ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল অযোধ্যা। দীপাবলিতে সরযূ নদীতে ৩ লক্ষ মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল গোটা অযোধ্যা। তার জন্যই গিনিস বুকে স্থান নিয়ে নিল এই শহর। গিনিস বুকের এক আধিকারিক ঋষি নাথ জানান, '‌দীপোৎসব'‌ প্রতিযোগিতায় শীর্ষস্থানে রয়েছে অযোধ্যা।

সরযূ নদীতে ৩,০১,১৫২টি মাটির প্রদীপ প্রায় পাঁচ মিনিট ধরে জ্বলেছে। যা নতুনভাবে রেকর্ড গড়ল গিনিস বুকে। এই প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জাং-সুক। সরযূ নদীর তীরে যোগি আদিত্যনাথের সঙ্গে আরতিও করেন কিম।

উল্লেখ্য, গত বছর দীপাবলি উপলক্ষ্যে ১.‌৭৫ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল।