জওয়ানদের সঙ্গে দিওয়ালি কাটাতে দেরাদুনে প্রধানমন্ত্রী


দেরাদুন : জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে দেরাদুন পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি, তিনি কেদারনাথে পুজোও দেবেন।

গতকাল দিওয়ালি উপলক্ষ্যে টুইটারে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তিনি জানতে চান, মোদি এবছর কোথায় দিওয়ালি পালন করবেন। তার জবাবে মোদি বলেন, "প্রতি দিওয়ালিতে আমি সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটাই।" মোদি আরও জানান, তিনি সেই ছবিও পাঠাবেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেন মোদি। একনজরে দেখে নেওয়া যাক গত ৪ বছর দিওয়ালিতে কোথায় ছিলেন মোদি।


২০১৪ : সিয়াচেনে কর্মরত জওয়ানদের সঙ্গে সময় কাটান মোদি

২০১৫ : পঞ্জাব লাগোয়া ভারত-পাকিস্তান সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে সময় কাটান

২০১৬ : হিমাচল প্রদেশে ছিলেন প্রধানমন্ত্রী। সীমান্ত লাগোয়া একটি বর্ডার আউটপোস্টে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের সঙ্গে দিওয়ালি পালন করেন তিনি

২০১৭ : জম্মু-কাশ্মীরের গুরেজ এলাকায় সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন মোদি