নাইটি পরা যাবে না, জারি ফতোয়া


হায়দরাবাদঃ নাইটি পরতে পারবেন না মহিলারা। কেউ এই নির্দেশ অমান্য করলে দিতে হবে জরিমানা। অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে জারি করা হল এমনই ফতোয়া।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার নিদামারু ব্লকের টোকালাপল্লি গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ওই এলাকার কোনও মহিলা নাইটি পরতে পারবেন না। যদি কোনও মহিলা সেই নির্দেশ অমান্য করেন তবে তাকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি যদি কেউ নির্দেশ অমান্যকারীর সন্ধান দেন তাহলে তাকে ১০০০ টাকা পুরস্কারও দেওয়া হবে। গ্রামের মহিলার কেউই এই ফতোয়ার বিরুদ্ধে কথা বলেননি। নির্দেশ অনুযায়ী, মহিলারা বাড়িতে থাকলে নাইটি পরতে পারবেন কিন্তু বাড়ির বাইরে যাওয়া যাবে না।

প্রসঙ্গত, গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। নিদামারু থানার সাব ইন্সপেক্টর এম বিজয় কুমার বলেন, "এই অগণতান্ত্রিক সিদ্ধান্তটি নিয়ে খোঁজখবর নিচ্ছি। কিন্তু এই ফতোয়া জারি করার কথা অস্বীকার করেছেন গ্রামের পুরুষরা।" গ্রামের মহিলারা এই নির্দেশের প্রতিবাদে কোনও অভিযোগ দায়ের করেননি।