পার্লামেন্ট ভেঙে দিলেন সিরিসেনা, ৫ জানুয়ারি অকাল নির্বাচন শ্রীলঙ্কায়


কলম্বো : ৫ জানুয়ারি শ্রীলঙ্কায় নির্বাচন ঘোষিত হল। গতকাল পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষেকে সমর্থনের জন্য সিরিসেনার দলের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ঘোষিত হল অকাল নির্বাচন।

২৬ অক্টোবর রনিল বিক্রমসিংঘকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনা। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন মাহিন্দা রাজাপক্ষেকে।

নতুন প্রধানমন্ত্রী রাজাপক্ষেকে সমর্থনের জন্য সিরিসেনার দল UPFA-র সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রয়োজন ছিল। কিন্তু, ২২৫ আসনের পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় তারা। এরপরই আগামী বছরের ৫ জানুয়ারি অকাল নির্বাচনের ঘোষণা করলেন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি জানান, ১৭ জানুয়ারি পার্লামেন্টের নতুন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অধিবেশন হবে।