অঙ্গ প্রতিস্থাপনে বিশেষ ইউনিট পাবে SSKM হাসপাতাল


কলকাতা: অঙ্গ প্রতিস্থাপনের জন্য দিনরাত প্রস্তুত থাকবেন SSKM হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এজন্য পৃথক একটি ইউনিট চালু হচ্ছে রাজ্যের প্রথম সারির এই সরকারি হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, আগামী বছরের প্রথম দিকে এই হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের জন্য পৃথক ইউনিট চালু হয়ে যাবে।এবিষয়ে হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) রঘুনাথ মিশ্র বলেন, "অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিশেষ ইউনিট চালু হবে। একটি টিম সব সময় প্রস্তুত থাকবে।" 

যদিও, এই হাসপাতালের ITU-এর ইনচার্জ তথা, রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অরগানাইজেশন (ROTTO)-এর সদস্য রজত চৌধুরি বলেন, "অঙ্গ প্রতিস্থাপনের জন্য পৃথক একটি ইউনিট আগামী বছরের প্রথম দিকে চালু হয়ে যাবে। চিকিৎসকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে। অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সাফল্যের হার আরও বৃদ্ধির লক্ষ্যে আমাদের এখানে এই ধরনের একটি ইউনিট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।"