ফিল্ম ফেস্টিভালে আমার ছবি দেখানো হয় না, ডান্স করতে ডাকে : শাহরুখ


আজ হয়ে গেল KIFF-এর সূচনা। মঞ্চে উঠলেন শাহরুখ খান। তাঁকে বক্তব্য রাখতে বলা হলে তিনি শুরুটাই করেন হাসি-মজা দিয়ে। তাঁর অনুরোধে KIFF-এর মঞ্চে দেখানো হয় জ়িরোর ট্রেলার। শাহরুখ বলেন, "২৭ বছর ধরে ৭০টি ছবি করেছি। ফিল্ম ফেস্টিভালে আমাকে ডাকা হয় নাচ করতে, নাহলে বক্তব্য রাখতে। কারণ, আমি এতটাও স্মার্ট নই। ১২ বছর ধরে কলকাতায় আছি কলকাতা নাইট রাইডারসের সঙ্গে। আমি এখন স্মার্ট হয়ে উঠেছি। বুদ্ধিজীবী হয়ে উঠেছি। দশবছরে আমার ছবিও দেখানো হতে পারে।"

তিনি আরও বলেন, "সত্যি দুর্ভাগ্যজনক যে জাতীয় পুরস্কার পাইনি আমি। আমার ছবি কখনও ফেস্টিভালে দেখানো হয়নি। হয়ত আমার ছবি দেখানো হয়নি, তাই জ়িরোর ট্রেলার দেখানোর অনুমতি আছে আমার।"

পাশাপাশি মজার ছলে শাহরুখের প্রশ্ন, "আমার ছবি কি মুখ্যমন্ত্রীর ভালো লাগে না ?"