যৌন হেনস্তা রুখতে গুগলের ‘অ্যাকশন প্ল্যান’


সান ফ্রান্সিসকোঃ এবার কর্মীদের ওপর যৌন হেনস্তার ব্যাপারে নতুন পদক্ষেপ নিল গুগল। সংস্থায় কর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠলে তার তদন্ত করতে বিশেষ 'অ্যকশন প্ল্যান' ঘোষণা করলেন গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই।
বেশকিছু দিন ধরেই কর্মীদের উপর যৌন হেনস্থার অভিযোগ উঠছিল গুগলে। সম্প্রতি তারা জানায় গত দু'বছরে যৌন হেনস্থার অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৪৮ জন কর্মীকে। এদের মধ্যে ১৩ জন সংস্থার উচ্চপদস্থ কর্মীও রয়েছেন।

সুন্দর পিচাই জানান, যৌন হেনস্তার বিষয়গুলি আগামীদিনে আরও স্বচ্ছতার সঙ্গে দেখা হবে। প্রতিটি অভিযোগের সুষ্ঠ তদন্ত হবে ও সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হবে।

তিনি জানান, যৌন হেনস্তার ঘটনা কমাতে ও সচেতনতার জন্য আগে প্রতি দু'বছরে একবার করে প্রশিক্ষণ হত। এখন প্রতি বছর এই প্রশিক্ষণ দেওয়া হবে।