ভারতীয় মহিলাদের ওপর তৈরি তথ্যচিত্র 'পিরিয়ড' এনে দিল অস্কার


মহিলাদের জৈবিক একটি অবস্থা যা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা, সমাজ সচেতনতা মূলক প্রচার চলেছে। ঋতুমতী মহিলাদের সমস্যা নিয়ে বলিউডে সিনেমাও হয়েছে। তবে সেই সিনেমা অস্কার না পেলেও ভারতীয় মহিলাদের ওপর তৈরি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র 'পিরিয়ড দ্য এন্ড সেন্টেন্স' জিতে নিল অস্কার। ভারতের মহিলাদের এই বিষয়টি নিয়ে কত ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তাই তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা হয়েছে।

ছবি সৌজন্য তথ্যচিত্রের পোস্টার
তথ্যচিত্রটি পরিচালনা করেছেন রায়কা জেহটাবচি, মেলিসা বার্টন। স্যানিটারি প্যাড না ব্যবহার করতে পারায় একজন মহিলার কী অবস্থা হয়, তার শরীরে কী প্রভাব পড়ে তা নিয়েই এখানে দেখানো হয়েছে।

পরিচালিকা রায়কা বলছেন, মহিলাদের ঋতুমতী অবস্থা নিয়ে তৈরি তথ্যচিত্র অস্কার জিতবে তা ভাবতে পারিনি। এটা আরও বেশি স্পেশাল কারণ অনেকেই তথ্যচিত্রটিকে ভোট দিতে চাননি বলে শোনা গিয়েছিল।
জুরি বোর্ডের এক পুরুষ সদস্য তো বলেই দিয়েছিলেন, তিনি এই তথ্যচিত্রের সমর্থনে ভোট করবেন না। তা সত্ত্বেও এমন বিষয় অস্কার জেতায় পরিচালিকা বিস্ময় চেপে রাখতে পারেননি।