সেনার বড় সাফল্য: খতম তিন জঙ্গির মধ্যে রয়েছে ২ শীর্ষ জইশ কমান্ডার


শ্রীনগর: খতম হওয়া তিন জঙ্গির মধ্যে ২ জন টপ জইশ কমান্ডার, সোমবার এমনই তথ্য দিলেন জম্মু-কাশ্মীর পুলিশ৷ রবিবারই কুলগামে এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়৷ এর মধ্যে ২ জন জইশ ই মহম্মদের টপ কমান্ডার বলে জানা গিয়েছে৷

এই তিন জঙ্গি ছাড়া ডেপুটি সুপারইন্টেন্ডেন্ট অমন কুমার ঠাকুর এবং ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসের নায়েব সুবেদার সোমভীর জঙ্গিদের সঙ্গে এই গুলির লড়াইয়ে শহিদ হন৷ আহত হন ৩ নিরাপত্তা আধিকারিক৷

রাষ্ট্রীয় রাইফেলস এবং সেট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং স্পেশাল অপারেশনস্ গ্রুপের যৌথ দল তুরিগাম এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেই এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযানে নামে৷ এই অভিযান চলাকালীন নিরাপত্তা আধিকারিকদের টার্গেট করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ খতম হওয়া তিন জঙ্গির মধ্যে ওয়ালিদ, নুমান পাকিস্তানি এবং তৃতীয় জন রাকিব আহমেদ শেইখ কুলগামের বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে৷
 
প্রসঙ্গত, কয়েকদিন আগে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরের পুলওয়ামাতে। সেই ঘটনায় গোটা দেশ গর্জে উঠেছে। বদলা নেওয়ার দাবিতে ফুঁসছে দেশবাসী। এরই মধ্যে ফের জঙ্গি হামলা ভারতে। রবিবার দুপুর থেকে শ্রীনগরে শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই।

এরপর রবিবার সিকিউরিটি ফোর্সের কাছে গ্রামের একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে। সেই মতো গোটা গ্রাম ঘিরে ফেলেন সেনাবাহিনীর জওয়ানরা। চলছে গুলির লড়াই। অন্যদিকে, বিশেষ সূত্রে খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। চলে ব্যাপক তল্লাশি। জঙ্গিরা আরও কয়েকটি জায়গাতে লুকিয়ে রয়েছে বলে মনে করছেন কর্তব্যরত সেনা জওয়ানরা। আর তাদের খোঁজেই এই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে।