আজও দাম বাড়ল পেট্রল ও ডিজেলের

নয়াদিল্লি: আবারও উর্ধ্বমুখী জ্বালানির দাম৷ রবিবার লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ৯ ও ১৬ পয়সা৷ এদিন সকাল হতেই জ্বালানির নয়া দাম ঘোষণা তেল কোম্পানিগুলির৷ ফলে আরও মহার্ঘ পেট্রল ও ডিজেল৷

শনিবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ছিল ৮৩.৪০ টাকা প্রতি লিটার৷ ডিজেলের সেখানে দাম দাঁড়িয়েছিল লিটার প্রতি ৭৪.৬৩ টাকায়৷ রবিবার পেট্রলের দাম ৯ পয়সা বেড়ে হয় ৮৩.৪৯ টাকা৷ ডিজেলের দাম বেড়ে হয় ৭৪.৭৯ টাকা৷ পেট্রলের দাম এদিন রেকর্ড মাত্রা ছুঁয়েছে বানিজ্য নগরীতে৷ মুম্বইয়ে শনিবার লিটার প্রতি পেট্রলের দাম যেখানে ছিল ৯০ টাকা ৭৫ পয়সা৷ সেখানে এদিন ৯ পয়সা দাম বেড়ে হয় ৯০.৮৪ টাকা৷ ডিজেল দাম ছিল ৭৯.২৩ পয়সা প্রতি লিটার৷ রবিবার ১৭ পয়সা দাম বেড়ে হয় ৭০.৪০ টাকা৷

ক্রমবর্ধমান পেট্রল, ডিজেলের দাম৷ আর তা নিয়ে রোজই মোদী সরকারকে নিশানা করছে বিরোধী শিবিরগুলি৷ বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এ দেশের পেট্রোপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধি বলে দাবি ওয়াকিবহাল মহলের৷

জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ আর জ্বালানিকে পণ্য পরিষেবা করের আওতায় আনার দাবি জানাচ্ছেন বিরোধীরা৷ কিন্তু এখনও অবধি সরকার এই নিয়ে কোনও ইতিবাচক ঘোষণা করেনি৷