২০২২ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকা

২০২২ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হবে ১ লক্ষ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে খরচ করা। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, '‌শিক্ষাক্ষেত্রে ভারতের ইতিহাসের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। নালন্দা, তক্ষশীলা, বিক্রমশীলার মতো শিক্ষাপ্রতিষ্ঠান দেশকে গৌরবান্বিত করেছে। আমাদেরও সেই পথে এগোতে হবে।'‌

নিজের ভাষণে বাবাসাহেব আম্বেদকর, দীনদয়াল উপাধ্যায় এবং রামমনোহর লোহিয়াদের উচ্ছ্বসিত প্রশংসা করেন মোদি। তিনি বলেন, '‌আমাদের গোটা শিক্ষাব্যবস্থাতেই বিপ্লব আনতে হবে। মহাপুরুষদের দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সেই কারণেই সরকার ২০২২ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকা খরচ করার পরিকল্পনা করেছে।'‌ মোদি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে শুধু শেখাই নয় উদ্ভাবনী শক্তিরও বিকাশ ঘটাতে হবে। পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী শক্তির বিকাশ না হলে কোনওমতেই দেশ এগোবে না।'‌ এই শিক্ষা আন্দোলনে ইউজিসি, এআইসিটিই, এআইসিটিই, ইগনু, জেএনইউ–এর মতো বড় শিক্ষাসংগঠনগুলোকে সামিল করা হবে।