বড়সড় সিদ্ধান্ত মমতা সরকারের! সুবিধা পেতে পারেন আপনিও।


কলকাতা: দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই অনলাইন পেমেন্ট করা শুরু করল সরকার৷‌ ২০১৪-১৫ অর্থবর্ষের শেষে সমস্ত আর্থিক লেনদেন অনলাইনে করেছে রাজ্য প্রশাসন৷‌ অর্থ দফতরের এক আধিকারিকের কথায় রিজার্ভ ব্যাঙ্কের সহায়তা নিয়ে এই আধুনিক পেমেন্ট ব্যবস্থা শুরু করল রাজ্য সরকার৷‌

সরকারি কর্মীদের বেতন, পেনশন, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সমস্ত আর্থিক সুবিধা অনলাইনেই দেওয়া শুরু হয়েছে৷‌ ঠিকাদার কন্ট্রাক্ট-সহ যে সমস্ত সংস্থা পরিকাঠামো তৈরির কাজ করে থাকে তাদেরও এই নতুন পদ্ধতিতে পেমেন্ট করা হচ্ছে৷‌

শুধু তাই নয় যুবশ্রী, কন্যাশ্রীর মতো সমস্ত সহায়তা প্রদান প্রকল্প অনলাইনের মাধ্যমে সরাসরি সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে৷‌ এর ফলে যেমন আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতির সম্ভাবনা কমছে৷‌ তেমনি পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে সময় কম লাগছে৷‌ বিশেষ করে পরিকল্পনা বহির্ভূত খাতে পেমেন্ট পেতে হলে প্রাপককে বিল জমা দিতে হত ট্রেজারিতে৷‌ সেখানে বিল পাস হওয়ার পর ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার (ডি ডি ও) কাছে পাঠানো হত৷‌ তিনি চেক হাতে পেলে প্রাপকদের খবর দিতেন৷‌ তারা এসে চেক নিয়ে জমা দিয়ে তবে টাকা পেতেন৷‌ এর ফলে পেমেন্ট পাওয়া যেমন সময় সাপেক্ষ ছিল৷‌

তেমনি মধ্যস্থতাকারীর ভূমিকাও বড় হয়ে দেখা দিত৷‌ কিন্তু অনলাইন পেমেন্ট হয়ে যাওয়ার পর বিল জমা পড়লে ট্রেজারি তা দেখে পাস করে দেওয়ার পর তার টাকা সরাসরি প্রাপকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে৷‌ ফলে প্রাপককে আসতে হচ্ছে না৷‌ মধ্যস্থতাকারীর ভূমিকাও থাকছে না৷‌ ফলে উৎকোচ দেওয়া নেওয়ার সুযোগ থাকছে না৷‌ সময় কম লাগছে৷‌