সরকারি কর্মীদের দাবি আদায়ে 'অস্ত্র'! জানানো হল সরকারকে


সরকারি কর্মীদের দাবি আদায়ে ধর্মঘটে যাচ্ছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। এজন্য মুখ্যসচিবকে সংগঠনের তরফে চিঠিও দেওয়া হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবি দীর্ঘদিনের। দাবি আদায়ে ধর্মঘটে যাওয়া ছাড়া কোনও উপায় নেই বলে মুখ্যসচিবকে জানিয়েছেন কো-অর্ডিনেশন নেতারা।

বিভিন্ন দাবিতে, ৮ ও ৯ জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বামপন্থী সংগঠন, ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গে এই দাবিগুলির সঙ্গে যুক্ত হয়েছে সরকারি কর্মীদের দাবি। হাজিরা নিয়ে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা দেওয়ার আগেই আইন মেনে সব কাজ করে রেখেছে কর্মী সংগঠন।

বকেয়া মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবিতে ২৯ নভেম্বর মহাকরণ অভিযানে সামিল হয়েছিল কো-অর্ডিনেশন কমিটি। নেতৃত্বের সামনের সারিতে থাকা বেশ কয়েকজন সরকারি কর্মীকে সেদিন আটক করা হয়েছিল। ছেড়ে দেওয়া হলেও, পরের দিন থেকেই তাঁদের ওপর নেমে আসে বদলির খাঁড়া। কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন অংশে বদলি করে দেওয়া হয় অনেককেই। কো-অর্ডিনেশন কমিটির অভিযোগ প্রতিহিংসামূলক মনোভাব নিয়েছে রাজ্য সরকার।