দত্তাবাদে সিলিন্ডার ফেটে আগুন, পুড়ে ছাই ঝুপড়ি


গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে পুড়ে গেল কমপক্ষে ১৮টি ঝুপড়ি। রবিবার সকাল আটটা নাগাদ একটি ঝুপড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। দরমা, বেড়া, প্লাস্টিক, বাঁশ, কার্ডবোর্ডে তৈরি ঝুপড়িতে দ্রুত ছড়িয়ে পরে আগুন। এরপর পরপর অন্যান্য ঝুপড়ি থেকেও পরপর সিলিন্ডার ফাটতে থাকলে আগুন তীব্রতা পায়। খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ঝুপড়িবাসীরা আতঙ্কে বাকি ঘরগুলির গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে লাগোয়া পুকুরে ফেলে দেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোয় সাহায্য করেন ঝুপড়িবাসীরাও। ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিস। যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় কাউন্সিলর নির্মল দত্ত। কেউ হতাহত না হলেও প্রায় সব কিছুই পুড়ে গিয়েছে ভস্মীভূত ঝুপড়ির বাসিন্দাদের। দমকলমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামী সাতদিনের মধ্যে পুড়ে যাওয়া ঝুপড়িগুলি ঠিক করে দেওয়া হবে। সর্বস্ব হারানো মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আপাতত ক্ষতিগ্রস্তদের স্থানীয় ক্লাবে থাকার বন্দোবস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দমকলমন্ত্রী জানিয়েছেন, চা বানাতে গিয়েই সিলিন্ডার ফেটে আগুন লাগে। তবে অগ্নিকান্ডের কারণ তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।