নাসিরুদ্দিনের মন্তব্য বিশ্বাসঘাতকতার সামিল: যোগগুরু রামদেব


নয়াদিল্লি: তাঁর অভিনয় মন জয় করেছে আপামর ভারতবাসীর৷ কোটি কোটি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা পেয়েছেন৷ ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য নানা সম্মানে তাঁকে ভূষিত করা হয়েছে৷ যে দেশ তাঁকে এত সম্মান ও ভালোবাসা দিয়েছে সেই বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে দেশকেই অপমান করেছেন৷ এমনটাই মনে করেন যোগগুরু বাবা রামদেব৷
 
বাবা রামদেবের মতে, সব দেশেই হিংসা ও অসহিষ্ণুতা আছে৷ কোনও দেশই এই সবের উর্ধ্বে নয়৷ কিন্তু কেউ তাই বলে নিজের দেশকে দায়ী করে না৷ যোগগুরু বলেন, ''সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে নাসিরুদ্দিন এত জনপ্রিয়তা পেয়েছেন৷ সেই দেশের গায়ে ধর্মীয় অসহিষ্ণুতার ট্যাগ লাগিয়ে তিনি অকৃজ্ঞতা, অশ্রদ্ধা ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন৷'' বাবা রামদেব জোর গলায় দাবি করে বলেন, ''দেশে কোনও ধর্মীয় অসহিষ্ণুতা নেই৷ যেটা আছে সেটা হল রাজনৈতিক অসহিষ্ণুতা৷ দেশের বিরুদ্ধে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ তুলে দেশের সম্মান তিনি ধূলিসাৎ করে দিয়েছেন৷''

দেশের মাটিতে ক্রমাগত ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, এমন মন্তব্য করার পর থেকেই বিক্ষোভের মুখে পড়েছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কেউ বলছেন বিশ্বাসঘাতক, আবার কেউ বলছেন 'পাকিস্তানের চর'। এবার পাকিস্তানে পাঠানোর জন্য তাঁর নামে বিমানের টিকিট কেটে পাঠানো হল। বুলন্দশহর কাণ্ড নিয়ে মন্তব্য করার পর এভাবেই রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। শিবসেনা নেত্রী মণীষা কায়ান্দে বলেন, যদি তাঁর ভারতে থাকতে অসুবিধা হয়, তা হলে পাকিস্তানে চলে যাওয়া উচিত৷

তোপ দেগেছে বিজেপিও৷ উত্তর প্রদেশের বিজেপি প্রধান মহেন্দ্রনাথ পাণ্ডে পাক চরের সঙ্গে তুলনা করেন নাসিরুদ্দিনকে। তাঁর কথায়, 'নাসিরুদ্দিন শাহ অনবদ্য অভিনেতা। সারফরস সিনেমায় যেমন পাকিস্তানের চর হিসাবে তাঁকে দেখা গিয়েছিল, এখন ধীরে ধীরে সেই চরিত্রই হয়ে উঠছেন।'