বনধে বিপদে পড়লে হোয়াটস অ্যাপ করবেন এই নম্বরে

বনধের দিন রাস্তায় বেরিয়ে বিপদে পড়লে হোয়াটস অ্যাপ করে জানান রাজ্য প্রশাসনকে৷ হোয়াটস অ্যাপ নম্বর ৮৯০২০১৭১৯১ ৷ এর আগে রাজ্যের জেলা জেলায় উড়ালপুল কিংবা সেতুর হাল-হকিকৎ জানতে হোয়াটস অ্যাপ নম্বরের সাহায্য নিয়েছিল রাজ্য সরকার৷ পুর ও নগরোন্নয়ন দপ্তরের অফিসাররা সাধারণ মানুষের থেকে হোয়াটস অ্যাপে তথ্য ও ছবি পেয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন৷

তবে বনধের দিনে বিপদে পড়লে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে আমজনতার জন্য হোয়াটস অ্যাপ এই প্রথমবারের জন্য ব্যবহৃত হবে৷ রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি এদিন জানান, জেলা এবং শহর কলকাতার জন্য আলাদা কনট্রোল রুম খোলা হয়েছে৷ হেল্পলাইন নম্বরটি হল ২২৪২০২৭৮ ৷

এদিন মন্ত্রী আরও জানান, ''ভোর ৫টা থেকে বাস চলবে৷ অতিরিক্ত ৫০০ বাস চলবে৷ অতিরিক্ত ৪০টি ট্রাম চলবে৷ অতিরিক্ত ২০টি জলযান চলবে৷ তবে বনধ নিয়ে ভয় থাকলেও সরকারি কর্মীরা দফতরে আসতে বাধ্য, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল রাজ্য সরকার৷

সোমবার রাজ্য সরকারের অর্থদপ্তরের অডিট বিভাগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তা থেকে একটি বিষয় জলের মত পরিষ্কার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেকোনও মূল্যে বিজেপির ডাকা বনধ আটকাবে৷ কর্মীদের সতর্ক করতে অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সাক্ষর করা ওই বিজ্ঞপ্তি বলছে, অনুপস্থিতির জন্য কোনও 'ক্যাজুয়াল লিভ' বা সি এল পাওয়া যাবে না৷

ওই দিন প্রথম বা দ্বিতীয়ার্ধেও কোনও ছুটি পাওয়া যাবে না৷ ওই দিন অন্য কোনও রকম ছুটি পাওয়া যাবে না৷ এমনকী বনধের আগের দিন অর্থাৎ মঙ্গলবার এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারও কর্মীদের অফিসে আসে বাধ্যতামূলক৷