অপরাধীরা ভোটে দাঁড়াবে না, নিশ্চিত করুক সংসদ: সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি: দাগী নেতারা ভোটের ময়দানে লড়াই করতে পারবেন কি না তা নিয়ে মামলা৷ রায় দিল সুপ্রিম কোর্ট৷ ঠিক রায় নয়, পরামর্শ বলা যায়৷ কারণ, এ সমস্যা সমাধানের ক্ষেত্রে সংসদের হাতেই দায়িত্ব দিলেন মহামান্য বিচারপতি৷ তিনি বলেন, সংসদে আইন তৈরি করা হোক৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্যায়, ভ্রষ্টাচারের শিকার হবেন না৷ রাজনীতির অপরাধ ভয়ানক৷

সোমবার পাঁচজনের একটি বিচারক-বেঞ্চ এই মামলার রায় শোনান৷ দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র ছাড়াও ছিলেন বিচারপতি আরএফ নারিম্যান, এএন খানউইলকর, ডিওয়াই চন্দ্রচূড়, ইন্দু মালহোত্রা৷ মামলার রায়দান চলাকালীন প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি রাষ্ট্রের কাছে একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে৷ ভারতীয় লোকতন্ত্রে সংবিধানের মত বিষয় থাকা সত্ত্বেও রাজনীতিতে অপরাধীদের বাড়বাড়ন্ত যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে৷ আদালত বলে, আইন মেনে চলা সকলের ধর্ম৷ এখন সময় এসে গিয়েছে সংসদের সেই আইন নিয়ে আসার৷

যেখানে বলা থাকবে, অপরাধীরা রাজনীতি থেকে দূরে থাকুন৷ রাষ্ট্র এই আইন শুনতে মুখিয়ে রয়েছে৷ আদালতের মতে, দূষিত রাজনীতিকে সাফ করার জন্য বড় প্রয়াস দরকার৷ সংসদ এমন একটা আইন আনুক যেখানে বলা থাকবে, যারা অপরাধী তারা যেন আমজনতার জীবনে প্রভাব ফেলতে না পারে৷ তবে এ ক্ষেত্রে অ্যাপেক্স কোর্ট নিজে কোনও নির্দেশ না দিয়ে সংসদের উপরই ভরসা রেখেছে৷