বিদ্যুৎহীন হাসপাতাল, মোমের আলোতেই চলছে রোগী দেখা

হাসপাতালে প্রায় প্রতিদিনই দীর্ঘক্ষণ ধরে চলে বিদ্যুৎবিভ্রাট। তার ফলে কখনও মোমবাতির আলোয় তো কখনও নিজেদের মোবাইলের টর্চের আলোতেই রোগী দেখেন চিকিৎসকরা। ঘটনাটি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পণ্ডিত রঘুরাম মুর্মু মেডিক্যাল কলেজ হাসপাতালের।
সোমবারও দিনভর এই ভোগান্তির পর চিকিৎসকরা তাঁদের ক্ষোভ উগড়ে দেন প্রশাসনের প্রতি। কর্তব্যরত চিকিৎসক দখিণারঞ্জন টুডুর অভিযোগ, হাসপাতালে তাঁকে দিনে কমপক্ষে ২০০ জন রোগী দেখতে হয়। অথচ হাসপাতালে বিদ্যুৎ না থাকার কারণে এভাবে মোমবাতি বা নিজের মোবাইলের টর্চের আলোয় রোগী দেখা প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে গিয়েছে।

খুব কম সময়ের জন্য হাসপাতালে বিদ্যুৎ সংযোগ থাকে বলে অভিযোগ তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, জেলার অন্যতম এই হাসপাতালে সারা দিনে কয়েকশো রোগী আসেন। কিন্তু হাসপাতাল এবং লাগোয়া এলাকা প্রায় দিনই বিদ্যুৎহীন। হাসপাতালে কোনও ট্রান্সফর্মারও নেই। হাসপাতালে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দিতে বহুবার প্রশাসনকেও জানিয়েছে তারা। কিন্তু প্রশাসন একবারও কর্ণপাত করেনি। প্রশাসনের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।