আদিবাসীদের অবরোধে ব্যাহত রেল পরিষেবা, বিপাকে হাজার হাজার যাত্রী


কলকাতা: আদিবাসী সংগঠনের অবরোধে ট্রেন পরিষেবা বিপর্যস্ত। ভারত জাকাত মাঝি প্রাগনা মহল নামে একটি সংগঠনের সদস্যরা ট্রেন অবরোধ (Train Blockade) করেন। তার জেরে সোমবার সকাল থেকে পরিষেবা ব্যাহত হয়। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা চরম হয়রানির শিকার হলেন। ঝাড়খণ্ড থেকে শুরু করে ওড়িশাতেও সমস্যা দেখা দেয়। অলিচিকি ভাষার মর্যাদা বাড়ানো, একই জায়গায় আদিবাসী শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করা থেকে শুরুর  করে আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে এদিন রেল অবরোধ করেন সংগঠনের সদস্যরা। কয়েকটি জায়গায় সড়ক অবরোধ হয়েছে বলে খবর।

এই অবরোধে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।  চেন্নাই, পুনে, মুম্বাই ও যশবন্তপুরগামী ট্রেন বাতিল ঘোষণা করে দিতে হয়। এছাড়া, রেলের রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা ছিল ভুবনেশ্বরে। শয়ে শয়ে পরীক্ষার্থী এই রেল রোকোর ফলে মাঝপথে আটকা পড়ে যায়। রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ওই পরীক্ষা নেওয়া হবে আগামী অক্টোবর মাসে। সোমবার সকালে শুরু হওয়া এই রেল অবরোধের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে হাওড়া স্টেশনের ওপর। কয়েক হাজার মানুষ আটকা পড়ে যান স্টেশনে। বহু ট্রেন মাঝপথে আটকা পড়ে যায়।

ঘটনার জেরে হাওড়া-যশবন্তপুর এসি এক্মপ্রেস, হাওড়া- হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, হাওড়া- মুম্বই সিএসএমটি গীতাঞ্জলী এক্সপ্রেস, হাওড়া- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন দেরি করে ছেড়েছে। এছাড়া বহু ট্রেনের যাত্রাপথে রদবদল  ঘটানো হয়েছে। লোকাল ট্রেনের উপরেও বনধের ব্যাপক প্রভাব পড়েছে। এর আগেও বহুবার বিভিন্ন সংগঠনের অবরোধে ট্রেন আটকে পড়ার ঘটনা ঘটেছে এই লাইনে। এদিন আরও একবার ফিরে এলো সেই স্মৃতি।