পুজোয় ভিআইপি রোডের তিনটি ফুটব্রিজ বন্ধ থাকবে: পুলিশ


কলকাতা: পুজোর সময় যানবাহন ও দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করবে পুলিশ৷ বিশেষ করে ভিআইপি রোডের পাশ্ববর্তী পুজোগুলো৷ সবচেয়ে বেশি ভিড় হয় শ্রীভুমির পুজোয়৷ বন্ধ থাকবে ভিআইপি রোডের তিনটি ফুটব্রিজ৷ তবে চালু থাকবে সাবওয়ে৷ মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ৷

বুধবার বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ডিডি (সদর) অমিত পি জাভালগি সাংবাদিক সম্মেলন করে জানালেন,পুজোর সময় ভিআইপি রোডের উপর তিনটি ফুটব্রিজ বন্ধ থাকবে৷ বিকেল তিনটে থেকে ওই ফুটব্রিজগুলো বন্ধ থাকবে৷ এগুলো হল গোলাঘাটা ফুটব্রিজ, শ্রীভূমি ফুটব্রিজ, লেকটাউন ফুটব্রিজ৷ তবে সাবওয়েগুলো ব্যবহার করতে পারবেন সাধারণ দর্শনার্থীরা৷ ব্যতিক্রম শ্রীভূমি সাবওয়ে৷ এই সাবওয়ে শুধু ভিআইপিদের জন্য৷ সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না৷ এছাড়া শ্রীভূমি ও লেকটাউন বাসষ্ট্যান্ডও বন্ধ থাকবে৷

শ্রীভূমিতে যারা পুজো দেখতে যাবেন তারা গোলাঘাটা সাবওয়ে ব্যবহার করে বাঙ্গুর সাবওয়ে দিয়ে বের হতে পারবেন৷ ভিআইপি রোডের গোলাঘাটা ও বাঙ্গুর এর মধ্যে কোনও অটো বা ট্যাক্সি পার্কিং করতে পারবে না৷ এমনকি কোথাও দাঁড়াতেও পারবে না৷ কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে বিমানবন্দর যাবেন তাদেরকে চিংড়িঘাটা থেকে রাজারহাট নিউটাউন রোড ধরার পরামর্শ দিয়েছেন পুলিশ৷ শ্রীভূমিতে এবার দড়ির সংখ্যা কমছে৷ অর্থাৎ বিগত কয়েক বছরে দর্শনার্থীদের আটকে রাখতে দড়ির ব্যবহার করা হতো। এবার তা অনেকটাই কমিয়ে আনা হচ্ছে। পুলিশ আধিকারিকদের দাবি, এবার শুধু দুটি জায়গাতেই তা ব্যবহার করা হবে।

অন্যদিকে, দমদম পার্কে যারা গাড়ি নিয়ে পুজো দেখতে যাবেন তারা ভিআইপি রোড থেকে গাড়ি নিয়ে ঢোকতে পারবেন না৷ একমাত্র স্থানীয় বাসিন্দারাই কার পাশ নিয়ে যাতায়াত করতে পারবে৷ ভিআইপি রোডের ওপর দিয়ে কেউ ক্রোস করতে পারবে না৷ বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ৫০০ হোমগার্ডসহ প্রায় ২০০০ পুলিশ মোতায়েন থাকবে৷ থাকবে মহিলা পুলিশও৷ পুজোর সময় খোলা থাকবে একটি স্পেশাল পুলিশ কন্ট্রোল রুম৷