জেনে নিন, কীভাবে বুঝবেন, সিলিন্ডারে কতটা গ্যাস বাকি রয়েছে!


কলকাতা: আমরা সাধারণত, সিলিন্ডার ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করি, সিলিন্ডারে কতটুকু গ্যাস বাকি আছে! কিন্তু তাতে সঠিক আন্দাজ পাওয়া যায় না! একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভিজে কাপড়ের সাহায্যে, সহজেই বোঝা যায়, সিলিন্ডারে কতটা গ্যাস বাকি রয়েছে।

মধ্যপ্রদেশের এক বিজ্ঞান কলেজের অধ্যাপকের দাবি, সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভাল করে মুছতে হবে। সিলিন্ডারের গায়ে যদি ধুলোর আস্তরণ পড়ে থাকে, তাও যেন উঠে যায়।

মোছা শেষে, সিলিন্ডার শুকোতে শুরু করবে। ২-৩ মিনিট পর দেখা যাবে, সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে। এই অংশটা শুকোতে তুলনায় একটু বেশিই সময় লাগছে।

অধ্যাপকের মতে, যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, সেই অংশেই গ্যাস রয়েছে। যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, সেটিতে গ্যাস নেই!

এর ব্যাখ্যা হিসেবে অধ্যাপক জানিয়েছেন, যেখানে তরল থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশটুকুতে এলপিজি রয়েছে, সেই অংশটি শুকোতে বেশি সময় লাগছে।