লাইনে ত্রুটি, সেন্ট্রাল থেকে ময়দানে বন্ধ মেট্রো, ভোগান্তি যাত্রীদের

ফের মেট্রো বিপত্তি।

অফিস টাইমে মেট্রোয় বিপত্তি। শুক্রবার বিকেলে আচমকাই সেন্ট্রাল থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিশেষ করে অফিস ফেরত যাত্রীরা চরম নাজেহালের মুখে পড়েন। এ দিন সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গিয়েছে।
সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীরা চাঁদনিচক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছনোর পর জানতে পারেন মেট্রো চলছে না। সেন্ট্রাল থেকে ময়দান স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। কী কারণে বন্ধ রয়েছে,কখন মেট্রো চালু হবে, সে বিষয়ে কিছু খবর না মেলায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়। এ বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেন, "চাঁদনিচকের স্টেশন মাস্টার লাইনে সমস্যা হয়েছে বলে খবর দেন। লাইন মেরামতির জন্য মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।"

মেট্রো সূত্রে খবর, বিকেল সাড়ে পাঁচটা থেকে ওই দুই স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকলেও, ওই সময়ে ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে নোয়াপাড়া মেট্রো চলাচল করেছে।