পোর্ট করার নিয়ম ঢেলে সাজালো ট্রাই


সম্প্রতি মোবাইল নম্বর পোর্ট করার নিয়ম ঢেলে সাজিয়েছে টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়া। নতুন নিয়মে আরও দ্রুত পছন্দের নেটওয়ার্ক বদল করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও পোর্ট করতে ব্যার্থ হলে জরিমানা থাকছে অপারেটারের জন্য। এক নজরে মোবাইল নম্বর পোর্টিবিলিটির সব নতুন নিয়ম দেখে নেওয়া যাক।

নতুন নিয়মে একই সার্কেলের মধ্যে নম্বর পোর্ট করলে দুই দিনের মধ্যে পোর্ট শেষে করতে হবে। সার্কেল বদল করলে পোর্ট করার জন্য চার দিন সময় পাবে টেলিকম অপারেটাররা।

পোর্ট করার অনুরোধ গ্রহনের পরে তা প্রত্যাখ্যান করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে টেলিকম অপারেটারকে। এছাড়াও পোর্ট করার সময় গ্রাহককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে।

পোর্টের অনুরোধ শুরু করার আগে নিজের ফোনে পোর্ট নম্বর জেনারেট করতে হয়। আগে পোর্ট নম্বর জেনারেশানের পরে তা ১৫ দিন ভ্যালিড থাকত। এখন পোর্ট নম্বর মাত্র চার দিন ভ্যালিড থাকবে। অর্থাৎ পোর্ট নম্বর পাওয়ার চার দিনের মধ্যে পোর্ট করার প্রক্রিয়া শুরু করতে হবে। চার দিনের বেশি সময় কেটে গেলে এই নম্বর আর কাজ করবে না।

পোর্টিং প্রক্রিয়া শুরুর পরে একই সার্কেলে পোর্ট করলে দুই দিনের মধ্যে নতুন নেটওয়ার্কের সিম কার্ড চালু করে দিতে হবে। অন্য সার্কেলে পোর্ট করলে পোর্ট শুরুর চার দিনের মধ্যে নতুন নেটওয়ার্কের সিম কার্ড শুরু করে দিতে হবে। অর্থাৎ নতুন নিয়মে একই সার্কেলে পোর্ট করলে পোর্ট নম্বর জেনারেট করার সর্বোচ্চ ছয় দিনের মধ্যে পোর্ট শেষ হবে। আর অন্য সার্কেলে নম্বর পোর্ট করলে পোর্ট নম্বর পাওয়ার সর্বোচ্চ আট দিনের মধ্যে শেষ হবে পোর্টিং প্রক্রিয়া।