রাজ্যে ৬৫টি নতুন ইংরাজি মাধ্যম স্কুল চালু করবে সরকার


রাজ্যে চালু হতে চলেছে ৬৫টি ইংরেজি মাধ্যম স্কুল। সেগুলি সবকটিই হবে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। সেখানে প্রাক–প্রাথমিক স্তরের জন্য নতুন করে তৈরি হবে এই স্কুলগুলি। আর উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেই চালু হবে এই পঠনপাঠন। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকেই তা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, নতুন বছরের প্রথম মাস থেকেই সরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালু হলেও সেখানে থাকবে বাংলা মাধ্যমও। যাতে ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিতে পারে তারা কোন ভাষায় পড়াশোনা করবে। অভিভাবকরাও  সিদ্ধান্ত নিতে পারবেন কোন ভাষায় পঠনপাঠন করবে তাঁদের ছেলেমেয়েরা। সরকারি ইংরেজি মাধ্যম স্কুল না থাকায় অনেকেই বেসরকারি স্কুলে চলে যায়। ফলে মেধাবী এবং ভাল পরিবারের ছেলেমেয়েরা সরকারি স্কুলে আসছে না। সব মিলিয়ে নতুন পথ খুলে যেতে চলেছে ছাত্রছাত্রীদের সামনে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা শিক্ষক নিয়োগ করা হবে বলেও খবর।