‌টাইম ম্যাগাজিনে প্রভাবশালীর তালিকায় তিন ভারতীয় বংশোদ্ভূত


টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২৫ জন প্রভাবশালী কিশোর কিশোরীর তালিকায় উঠল তিন ভারতীয় বংশোদ্ভূতের নাম। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করা ২৫ জন কিশোর কিশোরীর মধ্যে স্থান পেয়েছে মার্কিন বংশোদ্ভূত দুই ভারতীয় কাব্যা কোপ্পারাপু, ঋষভ জৈন এবং ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অমিকা জর্জ।

আমেরিকার ওরেগনের বাসিন্দা, অষ্টম শ্রেণির ছাত্র ঋষভ একটি অ্যালগোরিদ্‌ম বা সফ্‌টওয়্যার টুল তৈরি করেছে যা দিয়ে প্যানক্রিয়াটিক ক্যান্সার ঠিক করা সম্ভব। সদ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পা রাখা ১৮ বছরের কাব্যা একটা কম্পিউটার সিস্টেম তৈরি করেছে, যা ক্যান্সার রোগীদের মস্তিষ্কের টিস্যুর স্লাইড স্ক্যান করে তার রং, বর্ণ, আণুবিক গঠন পরীক্ষা করে অন্য রোগীর থেকে ওই রোগীর রোগকে পৃথক করতে পারে। ব্রেন ক্যান্সারের মতো একটি রোগ ধরতে এই সিস্টেম কার্যকরী হতে পারে বলে মনে করছেন। ১৯ বছরের অমিকা শ্রেণিভিত্তিক দারিদ্র মোচনে নীতিজ্ঞদের মত পরিবর্তনের উদ্দেশ্যে কাজ করছেন। যে সব গরিব মেয়েরা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন না, সেগুলি বিলি করতে অর্থ জোগারের কাজ করেন অমিকা।