ভয়ঙ্কর আগুনে ফের আতঙ্ক, ঘটনাস্থলে হাজির দমকলের ২৩ ইঞ্জিন


নয়াদিল্লি: ফের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ নারায়ণাতে এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলবাহিনী৷

এএনআই সূত্রে জানা গিয়েছে, গ্রিটিংস কার্ড কারখানায় আগুন লাগে৷ মোট ২৩ ইঞ্জিন সেখানে কাজ করছে বলে জানা যাচ্ছে৷ তবে ঠিক কী কারণে আগুন লেগেছে বা কোনও হতাহতের খবর এখনও জানা যায়নি৷ তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি৷

এদিকে, দুদিন আগেই, গত ১২ ফেব্রুয়ারি দিল্লির করোলবাগের অর্পিত হোটেলে বিধ্বংসী আগুনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ এখনও পর্যন্ত ১৭ জন প্রাণ হারায়৷ ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন উপস্থিত হয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে৷

অর্পিত হোটেলে ৪৫টি রুম ছিল এবং অনেকেই এই হোটেলে উঠেছিলেন৷ এর মধ্যে একই পরিবারের ১৩ জন ছিলেন, যারা কোচি থেকে দিল্লিতে বিয়ের নিমন্ত্রণ রক্ষায় এসেছিলেন৷

হঠাৎই মঙ্গলবার ভোরে এই আগুন লাগে৷ দেখতে দেখতে তা ছড়িয়ে পড়তে থাকে৷ আতঙ্কের পরিবেশে হোটেল থেকে বেরোতে হুড়োহুড়ি পড়ে যায়৷ অনেকে প্রাণ বাঁচাতে চার তলা থেকে রাস্তায় ঝাঁপ দেয় বলে সূত্রের খবর৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়৷