২ হিজবুল জঙ্গিকে খতম করে বড়সড় সাফল্য ভারতীয় সেনার


শ্রীনগর: জম্মু-কাশ্মীরের বুদগামে বুধবার ২ হিজবুল জঙ্গি খতম হয় এনকাউন্টারে৷ পুলিশের মুখপাত্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুদগামে চাদুরার গোপালপোরা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় আর তখনই জঙ্গি এবং পুলিশের মধ্যে শুরু হয় গুলির লড়াই৷

এই এনকাউন্টারে হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গি খতম হয়৷ তবে তল্লাশি অভিযান জারি রয়েছে, মনে করা হচ্ছে আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে৷ মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ওই দুই জঙ্গির নাম হিলাল আহমেদ এবং শোয়েব মহম্মদ লোন৷ এনকাউন্টার সাইট থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে৷

এদিকে গত রবিবার, জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়ে উরিতে৷ গভীর রাতে উরির সেনা শিবিরের কাছে সন্দেহভাজন কিছু গতিবিধি টের পান জওয়ানরা৷ এমনকি গুলির আওয়াজও শোনা যায়৷ তারপর গোটা এলাকা ঘিরে ফেলা হয়৷ চলে চিরুনি তল্লাশি৷ এখনও অবধি দু'জনকে আটক করা হয়েছে৷ চলছে জেরা৷ রবিবার রাতের ঘটনার সঙ্গে তারা কোনওভাবে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে৷
 
বিভিন্ন সর্বভারতীয় মিডিয়ায় খবর, রবিবার রাত তিনটে নাগাদ উরির রাজারওয়ানি সেনা শিবিরে সন্দেহজনক গতিবিধি টের পান রাতের প্রহরীরা৷ তারপর শোনা যায় গুলির আওয়াজ৷ গুলির আওয়াজে সতর্ক হয়ে যায় জওয়ানরা৷ এরপরই পুলিশ ও সেনা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে৷ নাল্লাহর কাছে দুই সন্দেহভাজনকে আটক করা হয়৷

এরপর উরির নিরাপত্তা আরও জোরদার করা হয়৷ সূত্রের খবর, রবিবার রাতে সেনা শিবিরে জঙ্গিরা এসেছিল এমন কোনও নিশ্চয়তা মেলেনি৷ সন্দেহভাজন কিছু দেখে গুলি চালায় প্রহরীরা৷ তবে হামলাটিকে মোটেও হালকা করে দেখা হচ্ছে না৷ রবিবারই পাঁচ লস্কর ও হিজবুল জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী৷ জঙ্গি মৃত্যুর বদলা নিতে হামলা কিনা সেটাও ভাবাচ্ছে সেনাবাহিনীকে৷