কাপড় নতুন রাখবেন কী করে


অনেককেই জামাকাপড় হাতে কাচতে হয়। সেক্ষেত্রে দেখা যায় একাধিক সমস্যা। বিশেষত, সাদা কাপড়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়। তার উপর সাদা জামাতে দাগ লেগে যাওয়ার ভয় সবসময় আমদের মধ্যে কাজ করে। অনেক সময় দেখা যায় কাচার পর কাপড়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। কীভাবে পরিষ্কার করলে আপনার কাপড় নতুনের মতো থাকবে তা একবার দেখে নিন-

সাদা কাপড় কাচার সময় আমাদের সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। কারণ সাদা কাপড় খুব যত্ন করে পরিষ্কার করতে হয়। তাই আধ কাপ ভিনিগারের সঙ্গে ২ চামচ বেকিং সোডা দিয়ে সাদা জামা পরিষ্কার করুন। দেখবেন সেগুলির উজ্জ্বলতা বজায় থাকবে।

সাদা জামা-কাপড়ের সঙ্গে অন্য জামা ভেজাবেন না। না হলে সেই জামার রং সাদা কাপড়ে লেগে যেতে পারে। কাপড় প্রথমবার ধোয়ার সময় অবশ্যই দেখে নেবেন যে রং উঠছে কি না।জামা-কাপড়ের উপর সরাসরি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। প্রথমে জলে ডিটারজেন্ট গুলে তারপর জামা-কাপড় ভেজান।

অনেক ময়লা কাপড় একসঙ্গে ভেজাবেন না। এতে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।উলের কাপড়-জামা গরম জলে পরিষ্কার করবেন না। খুব বেশিক্ষণ ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন না। এতে উল নষ্ট হয়ে যেতে পারে।ভারী জামা-কাপড় যেমন জিন্স, শার্ট, প্যান্ট এগুলি উলটো করে পরিষ্কার করুন। এর ফলে এর ভিতরের ময়লা ভালোভাবে পরিষ্কার হবে। রঙিন পোশাক রোদে শুকোতে দেবেন না। ছায়াতে শুকোতে দিন।