ডেবরায় ফের ট্যারেন্টুলার আতঙ্ক, বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ অন্তঃসত্ত্বা


ডেবরা: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ফের ট্যারেন্টুলার আতঙ্ক। ঘরে একটি বাঁশির মধ্যে ছিল মাকড়সাটি। অভিযোগ, তারই কামড়ে অসুস্থ হয়ে পড়েন এক অন্তঃসত্ত্বা। মাকড়সাটি মারতে গেলে তাঁর হাত ফুলে যায়।

শরীর ক্রমেই খারাপ হতে থাকলে তাঁকে ডেবরার সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।২০১৬-য় এই ডেবরাতেই ছড়িয়েছিল ট্যারেন্টুলার আতঙ্ক। তখন বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় ৬০জন। যদিও সেটি ট্যারেন্টুলে ছিল না বলে দাবি করে বনদফতর।

সেই বছরই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দেখা মিলেছিল ট্যারেন্টুলার। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার সময়ে নদীর পাশের গ্রামগুলিতে এই ধরণের ট্যারেন্টুলা দেখতে পাওয়া অস্বাভাবিক নয়।