হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই রমরমিয়ে চলছে দেহব্যবসা


তিরুঅনন্তপুরম: স্মার্টফোনেই চলছে দেহব্যবসা। কোথাও যাওয়ার প্রয়োজন পড়ছে না। অ্যাপের মাধ্যমেই হয়ে যাচ্ছে সমস্ত ট্রানজাকশন। এইভাবেই ব্যবসা ছড়িয়ে পড়ছে কেরলে। এমন তথ্যই উঠে এসেছে এক সমীক্ষায়।

'কেরল স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি' এক বিশেষ সমীক্ষা চালিয়েছিল। একাধিক এনজিও-র সঙ্গে যৌথ উদ্যোগে এই সমীক্ষা চালানো হয়। তথ্য যোগাড় করা হয় বিভিন্ন সূত্র থেকে। দেখা যাচ্ছে, বেশির ভাগ ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ কিংবা ওই ধরনের কোনও মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেই দেখা করার জায়গা ঠিক করা হচ্ছে।

সংস্থার ডিরেক্টর আর রমেশ জানান, এই দেহব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে যারা, তাদের যৌন সংসর্গ থেকে হওয়া রোগ সম্পর্কে সচেতন করতেই কাজ করেন তাঁরা। তিনি বলেন, সাধারণত দরিদ্র পরিবার থেকেই এই পেশায় আসে মেয়েরা। তবে সেটা হল প্রাইমারি ক্যাটাগরি। এছাড়াও রয়েছে আরও দু'ধরনের মহিলা। একদল, যারা কেবলমাত্র টাকার প্রয়োজন পড়লে তবেই এই ব্যবসায় নামেন, আবার প্রয়োজন ফুরোলেই ফিরে যান। এছাড়া আছে হাই প্রোফাইল মহিলা। যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত। প্রযুক্তি তাদের হাতের মুঠোয়। সেই সংখ্যাটাই ক্রমশ বাড়ছে বলে মনে করছে ওই সংস্থা।