হাভানায় ১০৪ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বোয়িংয়ের বিমান


কিউবার হাভানা থেকে ওলগিন যাচ্ছিল বোয়িং ৭৩৭ বিমানটি। ছিলেন ১০৪ জন যাত্রী এবং ন'জন বিমানকর্মী। শুক্রবার হোসে মার্তি বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে সেই বিমান। সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর, মারা গিয়েছেন একশো জনেরও বেশি আরোহী।

ঘটনাস্থলে গিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস-কানেল। তিনিও বলেন, ''বিমানের অধিকাংশ আরোহীই মারা গিয়েছেন বলে আমাদের আশঙ্কা।''

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। কয়েক জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি।