গণতান্ত্রিক স্বচ্ছতা বজায় রাখতে আস্থা ভোটের সরাসরি সম্প্রচার


নয়াদিল্লি: কর্ণাটক আস্থা ভোটের সরাসরি সম্প্রচার রতে পারবে সব সংবাদমাধ্যম৷ প্রোটেম স্পিকার মামলায় এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট৷ যা গণতন্ত্রের পক্ষে সুপ্রিম রায় বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

আর কিুছুক্ষণের মধ্যেই কর্ণাটক বিধান সভায় শুরু হবে আস্থা ভোট৷ কর্ণাটকের জন্য ব্যালট ভোট গ্রহণের দাবি খারিজ করেছে আদালত৷ সেক্ষেত্রে আজ বিধান সৌধে ধ্বনি ভোটের মাধ্যমে আস্থা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে৷

আবার, প্রত্যেক বিধায়কের ডেস্কেই একটি করে বোতাম থাকে, আস্থা ভোট সেই বোতাম টিপেও দিতে পারেন বিধায়করা৷ অবশ্য কোন পদ্ধতি গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত নেবেন স্পিকার৷ যে পদ্ধতি নেওয়া হোক না কেন,গোটা ভোট প্রক্রিয়ার সরসারি সম্প্রচার, আস্থা ভোটের গুরুত্বকে আরও এক ধাপ বাড়িয়ে দিল৷

বিধানসভার আস্থা ভোটে কারচুপির কোনও সম্ভাবনাই নেই৷ প্রত্যেক বিধায়ককে নিজের আস্থা অনাস্থা প্রকাশ্যে জানাতে হবে৷ এই গোটা ভোট যোজ্ঞের সরাসরি সম্প্রচারের নির্দেশ সংমাধ্যমগুলিকেও বাড়তি গুরুত্ব দিল৷ কোনও না কোনও ইস্যুতে সংবাদমাধ্যমের সক্রিয়তাও প্রশ্নের মুখে পড়ে৷ কর্ণাটক নির্বাচনের দীর্ঘ নাটকে সুপ্রিম কোর্টের এই সুপ্রিম গণতান্ত্রিক রায় সংবাদমাধ্যমগুলিকে আলোকিত করল বলে মনে করা হচ্ছে।