প্রকাশিত হল প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল


কলকাতা: প্রকাশিত হল প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল৷ শুক্রবার বিকালে প্রকাশিত হয় এই ফলাফল৷ প্রধান শিক্ষক-শিক্ষিকা পদের প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.westbengalssc.com)–এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন৷

শুক্রবার বিকালে একটি বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের কথা ঘোষণা করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যজুড়ে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে (ব্যতিক্রম, পাহাড়ি অঞ্চল) প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের জন্য ২০১৭-র ১৭ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়েছিল৷ শুক্রবার বিকালে সেই পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে, তাও জানানো হয়েছিল৷

ফলাফল দেখতে প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে৷ তার পরে ওয়েবসাইটের হোমপেজে থাকা ফলাফল প্রকাশের লিঙ্কে ক্লিক করলেই তাঁরা পৌঁছে যাবেন অন্য একটি পেজে৷ সেখানে রোল নম্বর ও জন্ম তারিখের স্থান পূরণ করে সাবমিট করলেই প্রার্থীরা তাঁদের ফলাফল দেখতে পারবেন৷ সেই ফলাফল ডাউনলোডও করতে পারবেন তাঁরা৷

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় সফল প্রার্থীদের প্রথমে নথিপত্র যাচাই করা হবে৷ তার পর তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে৷ নথিপত্র যাচাই ও সাক্ষাৎকারের তারিখ নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে৷

পরীক্ষার ফলাফলের কোনও হার্ডকপি বা ই-ইনফরমেশন শিট প্রার্থীদের আলাদা করে পাঠানো হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷ তাই নিজেদের ফলাফল দেখার পাশাপাশি প্রার্থীদের তা ডাউনলোড করে নেওয়া উচিত বলে জানানো হয়েছে৷