জোড়া বিস্ফোরণে কাঁপল কাবুলিওয়ালার দেশ


কাবুল: ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলিওয়ায়ালের দেশ। পরপর দু'টি জখম হলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী।

রবিবার গভীর রাতে বিস্ফোরণ ঘটে আফগানিস্তানের কান্দাহার শহরে। একই জায়গায় ঘটেছে দুই বিস্ফোরণ। মোট সাত জন পুলিশ কর্মী ওই ঘটনায় জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, একটি বৈদ্যুতিন বাক্সের মধ্যে রাখা ছিল আইইডি বিস্ফোরক। সেখান থেকেই ঘটেছে বিস্ফোরণ।

আফগানিস্তানের জাতীয় পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে রাতের দিকে বিস্ফোরণ ঘটায় বেশি ক্ষতি হয়নি। কারণ শহরে জনসমাগম কম ছিল। প্রথম বিস্ফোরণে একজন পুলিশ জখম হয়েছিলেন। বিস্ফোরণের পরে ওই ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলেন অন্যান্য পুলিশ কর্মীরা। সেই সময়েই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। আর তাতেই আরও ছয় জন জখম হন।

স্থানীয় প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন যে জোড়া বিস্ফোরণে কারো মৃত্যু হয়নি। তবে বেশ কয়েকজন জখম হয়েছেন। এই জখমদের সংখ্যা হিক কত তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শেষ পাওয়া খবর অনুসারে কোনও সন্ত্রাসবাদী সংগঠন ওই ঘটনার দায় স্বীকার করেনি।