অন্তর্বাস না পরায় চাকরি থেকে বরখাস্ত, আদালতের দ্বারস্থ যুবতি


অ্যালবার্টা (কানাডা) : অফিসে কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও বক্ষবন্ধনী পরেননি বছর ২৫-এর ক্রিশ্চিনা। সেই কারণে তাঁকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। মানবাধিকার ভঙ্গের দায়ে আদালতের দারস্থ হলেন তিনি। ঘটনাটি কানাডার অ্যালবার্টা প্রদেশের।

ক্রিশ্চিনা বলেছেন, "বক্ষবন্ধনী পরাটা কষ্টকর তাই ২ বছর আগেই পরা ছেড়ে দিয়েছি।" ক্রিশ্চিনাকে সম্প্রতি তাঁর ম্যানেজার নির্দেশ দেন কর্মক্ষেত্রে বক্ষবন্ধনী পরে আসতে। কিন্তু তা তিনি অস্বীকার করেন। এরপরই নির্দেশ না মানায় তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেন ম্যানেজার। তাঁর যুক্তি ছিল নিয়ম বানানো হয়েছিল ক্রিশ্চিনার সুবিধার জন্যই। 

এরপরই মানবাধিকার ভঙ্গের অভিযোগে অফিসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তিনি জানান, তাঁর অফিসে মহিলাদের মতো পুরুষদের জন্য কোনও নিয়ম নেই।