প্রণব মুখোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়


কল্যাণীঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দেওয়ার সিদ্ধান্ত নিল কল্যাণী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শংকরকুমার ঘোষ একথা জানান। প্রাক্তন রাষ্ট্রপতির পাশাপাশি এই সম্মান দেওয়া হচ্ছে সংগীত শিল্পী কবীর সুমনকেও। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৯তম সমাবর্তন অনুষ্ঠানে ডি লিট দেওয়ার পাশাপাশি ডিএসসি দেওয়া হচ্ছে খড়গপুর আইআইটি-র ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তীকে। এই বিশ্ববিদ্যালয়ের ২১০ জন গবেষককে সম্মানিত করা হবে এবং মেডেল দেওয়া হবে দু'জন প্রতিবন্ধী ছাত্রকে।

অনুষ্ঠানে প্রণব মুখার্জি, আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ছাড়াও উপস্থিত থাকবেন বেলুড়মঠের স্বামী আত্মপ্রিয়ানন্দ।