‌এফটিআইআই–এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনুপম খেরের


পুণের বিখ্যাত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ট্রেনিং ইনস্টিটিউশন বা এফটিআইআই–এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়েই এই পদ থেকে সরে দাঁড়ালেন বিজেপি ঘনিষ্ঠ বর্ষীয়ান এই অভিনেতা। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে একথা জানালেন অনুপম। তিনি লেখেন, 'এফটিআইআই–এর চেয়ারম্যান পদে থাকাটা খুবই সম্মানের ছিল। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রচুর কাজ আমার হাতে রয়েছে। আর তাই ইনস্টিটিউশনকে বেশি সময় দিতে পারব না। সেকারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।‌' এরপরই তিনি পদত্যাগের ছবিটি পোস্ট করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছেন তিনি। অনুপমের আগে এই পদে ছিলেন আরেক অভিনেতা গজেন্দ্র চৌহান। তবে তাঁর নিয়োগ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। যার জেরে নরেন্দ্র মোদী সরকারকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। ২০১৫ সালের জুন মাসে দায়িত্ব পাওয়ার পর থেকেই গজেন্দ্র চৌহানকে ঘিরে প্রতিবাদে উত্তাল হয় ছাত্ররা। তবে বিতর্ক সত্ত্বেও তখন তাঁকে অপসারিত করা হয়নি। তবে পরের বছর মার্চ মাসে সরে দাঁড়ান গজেন্দ্র। এরপর দীর্ঘ সাত মাস চেয়ারম্যানের পদ ফাঁকা থাকার পর অনুপম খেরকে এফটিআইআই–এর চেয়ারম্যান নিয়োগ করা হয়। মোদি ঘনিষ্ঠ হওয়ায় তাঁর নিয়োগ নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। এবার তিনিও পদত্যাগ করলেন। তাহলে কি দূরত্ব বাড়ছে অনুপম এবং মোদির?‌ প্রশ্ন উঠছেই। এখন দেখার আগামিদিনে  এফটিআইআই–এর চেয়ারম্যান পদে কাকে আনা হয়।‌‌