'ইঞ্জেকশন দিতেই কালো হয়ে গেল শরীর', শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার


চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। এই ঘটনায় রোগী পরিবারের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল।

জানা গিয়েছে, মেখলিগঞ্জের কাঙারতলি মোড়ের বাসিন্দা শুক্রপতি বর্মনের ১৩ মাসের মেয়ে দেববতী বর্মন বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিল। অসুস্থ শিশুটিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি করার পর তাদের  মেয়েকে দুটি ইঞ্জেকশন দেওয়া হয়।

শিশুর পরিবারের অভিযোগ, সেই দুটি ইঞ্জেকশন-ই ভুল ছিল। কারণ, ইঞ্জেকশন দেওয়ার পরই শিশুর গায়ের রং পালটে যেতে থাকে। ধীরে ধীরে কালচে বর্ণ হয়ে যায় ওই শিশুর সারা শরীর। ইঞ্জেকশন দেওয়ার ২০ মিনিটের মধ্যেই মৃত্যু হয়  শিশুটির। এরপরই হাসপাতালে বিক্ষোভে ফেটে পরে পরিবারের লোকজন।

এই ঘটনায় কোচবিহার মেখলিগঞ্জ হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির অভিযোগ এনেছে মৃত শিশুর পরিবার। এই অভিযোগে ইতিমধ্যেই মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।