আজ স্ট্যাচু অফ ইউনিটির উন্মোচন


আহমেদাবাদ : আজ স্ট্যাচু অফ ইউনিটির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে গুজরাতের কেভাড়িয়া এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে গত কয়েক বছর ধরে পালিত হয়ে আসছে জাতীয় ঐক্য দিবস। এবার এই দিনটিতেই উন্মোচন করা হবে তাঁর মূর্তির। যা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এই মূর্তি উন্মোচন করতে আজ গুজরাতে যাবেন প্রধানমন্ত্রী। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, "এটা একটা ঐতিহাসিক দিন। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই এটা নরেন্দ্র মোদির স্বপ্ন ছিল। তাঁর স্বপ্ন এবার সত্যি হচ্ছে।" 
গুজরাতের উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল বলেন, "সারা দেশ এই মূর্তি উন্মোচনের জন্য অপেক্ষা করছে। এই মূর্তিকে ঘিরে পর্যটন ব্যবসা বাড়বে যা আমাদের দেশের পক্ষে ভালো।"

তবে এই মূর্তি উন্মোচনের আগে সরকারের অস্বস্তি বাড়িয়েছে আশপাশের গ্রামের বাসিন্দাদের একাংশ। ইতিমধ্যেই এর বিরোধিতায় সরব হয়েছেন তাঁরা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে না বলে তাদের তরফে জানানো হয়েছে। পাশাপাশি, ঘরে ঘরে পালিত হবে অরন্ধন দিবস।