আফগানিস্তানে তালিবানের ভয়াবহ হামলা, সেনা-চপার ভেঙে মৃত ২৫


আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার শিকার সেদেশের সেনার হেলিকপ্টার। মাঝ আকাশে সেনার হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ২৫ জনের।

জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেদেশের সেনার বহু পদস্থ অফিসার। প্রাথমিকভাবে সেনার তরফে জানানো হয়, খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তবে পরে, জঙ্গি সংগঠন তালিবান এই হামলার দায় স্বীকার করে। জঙ্গিদের দাবি, চপার লক্ষ্য করে গুলি চালানো হয়। আর তাতেই ভেঙে পড়ে চপারটি। তবে সেদেশের সেনার কোন ধরনের হেলিকপ্টারে এমন হামলা হয়েছে , তা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, চপার দুর্ঘটনা কোনও বড় ঘটনা নয় আফগানিস্তানের বুকে। এর আগে সেপ্টেম্বরেই এমন দুর্ঘটনা ঘটে। যে চপার দুর্ঘটনায় মারা যান ১১ জন। আর আজকের এই ঘটনায় প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে দোষারোপ করলেও, পরে তালিবান ঘটনার দায় স্বীকার করায়, প্রশ্ন উঠছে হামলার গতিপ্রকৃতি নিয়ে।