প্রাক্তন নার্সের হাতে খুন ১০০ জন রোগী


বার্লিনঃ ১০০ জন রোগীকে হত্যা করার অভিযোগ উঠল নিলস হোগেল নামে এক প্রাক্তন নার্সের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জার্মানির ওল্ডেনবার্গে।

জানা গিয়েছে, হোগেল তাঁর তত্ত্বাবধানে থাকা রোগীদের প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতেন। তিনি দু'টি হাসপাতালে কাজ করার সময়ে ১০০ জনেরও বেশি রোগীর সঙ্গে এটি করেছেন বলে জানা গিয়েছে। সবকটি ঘটনা ঘটেছে ১৯৯৯ সাল থেকে ২০০৫ সালের মধ্যে। নীলস নিজেই স্বীকার করেছেন, তাঁর কাছে এটা একরকম খেলা ছিল। এমনটা করতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই রোগীকে বাঁচানো যায়নি। নীলস হোগেলের এই হত্যাকাণ্ড আগেই সামনে এসেছে। ২০০৫ সালে গ্রেফতার হন তিনি। তিন বছর বিচারের পরে ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে। কিন্তু ফের নতুন করে তার বিরুদ্ধে আরও ১০০ রোগীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব রোগীদের দেহাবশেষ পরীক্ষা করে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গিয়েছে।