ভারতীয় পছন্দের ব্র্যান্ডের তকমা পেল Samsung!


নয়াদিল্লি: ভারতীয়দের পছন্দের তালিকায় স্থান করে নিল Samsung৷ সম্প্রতি, সামনে এসেছে ব্র্যান্ড এশিয়ার সার্ভের তথ্য৷ সেই রির্পোটেরই তথ্য জানাচ্ছে, স্যামসাং মোবাইল (ফোন ব্র্যান্ডটি) তালিকাতে রয়েছে একেবারে প্রথমস্থানে৷ স্যামসাংকে ফলো করে দ্বিতীয় স্থানে পৌঁছেছে স্যামসাং ইলেকট্রনিক্স এবং আইটি ব্র্যান্ডটি (স্যামসাং)৷ অন্যদিকে, আগুন্তুকের ন্যায় জিওর অনুপ্রবেশ পুরোপুরিভাবে বদলেছে টেলিকম মার্কেটের ছবিকে৷ যেখানে একেবারে জলের দামে ভয়েস কল, ডেটা পেয়েছেন ইউজাররা৷

ব্র্যান্ড এশিয়া সার্ভে ২০১৮ তথ্য অনুসারে, দেশের মধ্যে প্রথম সারির ১০ টি ব্র্যান্ডের মধ্যে অষ্টম স্থানে রয়েছে জিও৷ টেলিকম সংস্থাটির (জিও) অষ্টম স্থান পাওয়ার পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ৷ মার্কেটে জিও আসার ফলে টেলিকম সেক্টরের পরিচিত জীর্ণপ্রায় ধারণাতে এসেছে আমুল পরিবর্তন৷ ইতিমধ্যেই জিওর দাপটের সামনে পড়ে পিছু হটেছে বেশ কিছু ছোট বড় টেলিকম সংস্থা৷ প্রতিযোগীতার বাজারে টিকে থাকার জন্য বিভিন্ন টেলিকম সংস্থা জিওর সঙ্গে পাল্লা দিয়ে এনেছে নিত্যনতুন অফারের তালিকা৷

কিছুদিন আগেই আইডিয়া যুক্ত হয়েছে ভোডাফোনের সঙ্গে৷ সূত্রের খবর, অস্তিত্ব বাঁচাতেই মূলত এই পন্থা নিয়েছে আইডিয়া৷ অন্যদিকে, তালিকার তৃতীয়স্থানে রয়েছে বহুল ব্যবহৃত হোয়াটসঅ্যাপ৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, ফেসবুক অধীনস্থ ম্যাসেজিং অ্যাপটি গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে৷ শুধু তাই নয়, অ্যাপটির একাধিক নিত্যনতুন ফিচারই মূলত গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ৷ যেগুলির জন্যই প্রতিদ্বন্ধী সংস্থাগুলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই এগিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ৷ ষষ্ঠ স্থানে রয়েছে ফেসবুক৷

আমুলের জনপ্রিয়তাও নেহাত কম নয়৷ তালিকায় আমুল রয়েছে চর্তুথস্থানে৷ পঞ্চমস্থানে রয়েছে আরও একটি পরিচিত নাম পেপসি৷ তালিকাতে পেপসির প্রতিদ্বন্ধী সংস্থা কোকাকোলা স্থান করে নিয়েছে সপ্তমে৷ নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে বিগ বাজার এবং কলগেট৷ ভারত সহ এশিয়ার বহু দেশের মানুষের উপর সার্ভেটি চালায় ব্রান্ড এশিয়া৷ আর, সেই সার্ভের ফলস্বরুপই সামনে আসে এই তালিকা৷