ট্রেনের লাইভ আপডেট পাবেন এবার হোয়াটসঅ্যাপে, রেলের নতুন পরিষেবা


যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল 'মেক মাই ট্রিপ'-এর হাত ধরল। নতুন সহযোগীর হাত ধরে রেল এবার হোয়াটসঅ্যাপে যে কোনও দূরপাল্লা ট্রেনের লাইভ আপডেট দেবে যাত্রীদের।

যাত্রীরা ট্রেনের সময়, বুকিং স্টেটাস, বুকিং বাতিল, কোন প্ল্যাটফর্মে ট্রেন আসছে— সব খবর হাতে-গরম পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে একটি ছোট্ট মেসেজ করলেই।

ফলে এখন আর ১৩৯ নম্বরে ফোন করে হাপিত্যেশ করে বসে থাকতে হবে না। শুনতে হবে না হাজারো ট্রেনের গতিবিধির ঘোষণা বা তার ভিড় থেকে খুঁজে নিতে হবে না নিজের দরকারি ট্রেনের খবর।


এই সুবিধা পেতে গেলে যাত্রীদের 7349389104 নম্বরটি আগে ফোনে সেভ করে নিতে হবে। তার পরে যখন কোনও ট্রেনের আপডেট জানতে হবে, তখন হোয়াটসঅ্যাপে ওই নম্বরে ট্রেনের নম্বরটি পাঠালেই হবে। 

সঙ্গে সঙ্গে সেই ট্রেনের যাবতীয় তথ্য যাত্রীর হোয়াটসঅ্যাপে চলে আসবে। সার্ভার ব্যস্ত না থাকলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এই বার্তা চলে আসবে রেলের তরফে।

তবে হোয়াটসঅ্যাপে খেয়াল রাখতে হবে যে ট্রেনের নম্বরটি ডেলিভারড হয়েছে। অর্থাৎ দু'টি নীল টিক দেখা যাচ্ছে কি না।

সাম্প্রতিক সময়ে ভারতীয় রেল নিজেদের ওয়েবসাইটেও অনেক বদল এনেছে যাত্রী পরিষেবায় উন্নতি করার জন্য।