মোদী সরকারের আমলে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ৮০ শতাংশ কমেছে: পীযূষ গয়াল


নয়াদিল্লি: ২০১৬ সালের তুলনায় ২০১৭-তে সুইৎজারল্যান্ডে ভারতীয়দের সম্পত্তির পরিমাণ ৩৪.৫ শতাংশ কমেছে বলে জানালেন পীযূষ গয়াল।

এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অন্তর্বর্তী অর্থমমন্ত্রী আরও জানান, ২০১৪ সালে কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ৩ বছরে সুইস ন্যাশনাল ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত নগদের হার ৮০ শতাংশ কমেছে।

খবরে প্রকাশ, তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি করেছিলেন, সুইৎজারল্যান্ডের সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যমে ঠিক কত কালো টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার? এর উত্তরে সুইস ব্যাঙ্কের তথ্য পেশ করেন গয়াল।

সুখেন্দুশেখর আরও জানতে চান, ঠিক কখন প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পড়বে? এর উত্তরে গয়াল জানান, তৃণমূল সাংসদ এমন তথ্য পেশ করছেন, যা সরকারের কাছেও নেই।

এরপরই, বিরোধীরা তুমুল হই-হট্টগোল শুরু করে দিলে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু দুপুর ২টো পর্যন্ত সভা মুলতুবি করে দেন। সরকারের সাফাই বিরোধীরা খারিজ করে দেয়। তাদের পাল্টা যুক্তি, মোদী সরকারের বদান্যতায় কিছু শিল্পপতি প্রচুর পরিমান কালো টাকা ও বেনামী সম্পত্তি নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।