১২ কোটি কর দিয়ে ঝাড়খণ্ডে ধোনিই সেরা!


অর্থবর্ষ ২০১৭-১৮ সালে ব্যক্তিগত করদাতা হিসেবে বিহার এবং ঝাড়খণ্ড মিলিয়ে সব চেয়ে বেশি অঙ্কের কর দিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় টাকার অঙ্ক প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা বেশি।

ঝাড়খণ্ডের আয়কর বিভাগের প্রধান কমিশনার ভি মহালিঙ্গম জানিয়েছেন, ২০১৬-১৭ সালে ধোনি আয়কর দিয়েছিলেন ১০ কোটি ৯৩ লাখ টাকা। তবে সে বছর তিনি সর্বোচ্চ করদাতা ছিলেন না। ২০১৭-১৮ সালে করের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ টাকা।

বর্তমানে ধোনি বিসিসিআই-এর 'A' ক্যাটেগরি খেলোয়াড়ের তালিকায় পড়েন। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন এবং ব্যবসা থেকেও আয় রয়েছে তাঁর। ইন্ডিয়ান সুপার লিগে ধোনি একটি ফুটবল ফ্রাঞ্চাইজির মালিক। অন্যদিকে হকি ইন্ডিয়া লিগে রাঁচি রেজ ফ্রাঞ্চাইজির সহ মালিকানা রয়েছে এমএসডি-র। ২০১৭ সালের নিজের একটি অ্যাপারেল ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। সেই সঙ্গে রাঁচিতে একটি পাঁচতারা হোটেল তৈরি করার প্রস্তাব দিয়েছেন ঝাড়খণ্ড সরকারকে।