অন্ন সেবা দিয়েই ছেলের বিয়ের অনুষ্ঠানের সূচনা আম্বানি দম্পতির


মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ছেলে আকাশের বিয়ে উপলক্ষ্যে শুরু করলেন এক সপ্তাহ ব্যাপী অন্ন সেবা। বুধবার এই কর্মসূচীর সূচনা করেন আম্বানি দম্পতি। মুম্বইয়ের সব কটি অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে অন্ন বিতরণ করছেন তাঁরা।শ্লোকা মেহতার পরিবারের সঙ্গে মিলে তাঁরা ২ হাজারেরও বেশি শিশুর মুখে খাবার তুলে দিয়েছেন।

এখানেই শেষ নয়। অনাথ শিশুদের জন্যে ধিরুভাই আম্বানি স্ক্যোয়ারে আয়োজন করা হয়েছিল মিউজিকাল ফাউন্টেন শো। মেয়ে ইশার বিয়ের আগেও অন্ন সেবার আয়োজন করেছিলেন মুকেশ ও নীতা আম্বানি। উদয়পুরের ৫ হাজার মানুষের মুখে খাবার তুলে দিয়েছিলেন তাঁরা।

চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আকাশ ও শ্লোকা। বিয়ের অনুষ্ঠানের শুরু হয় মুম্বইয়ে মিউজিকাল নাইট দিয়ে। তারপরেই বলি তারকারা আম্বানি পরিবারের সঙ্গে উড়ে যান সুইত্‍জারল্যান্ডে।